শালবনি স্টেশনে রেলের তাণ্ডব, বেঘর হলেন বহু মানুষ, ব্যবসায়ী

আবার অমানবিক রেল।

Must read

সংবাদদাতা, শালবনি : আবার অমানবিক রেল (Railway)। তাদের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাসকারী ও দোকানদারদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল, তাঁদের আগেভাগে কিছু না জানিয়েই। রেলের এই অমানবিক কাজে গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনি স্টেশনের সামনে কয়েক দশক ধরে থাকা ব্যবসায়ী, বসবাসকারী ও ক্লাব সংগঠনের সমস্ত কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিল রেল দফতর। সোমবার রেলের পক্ষ থেকে স্টেশনের সামনে থাকা অবৈধ দোকানঘরগুলি জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন-কর্মসৃষ্টি করে স্বনির্ভর দক্ষিণ দিনাজপুরের মহিলারা

স্টেশনে ঢোকার প্রবেশপথে বেশ কয়েকটি বাড়ি, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের কার্যালয় কয়েকশো বছর ধরে ছিল। কোনও বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ জেসিবি দিয়ে ঘরগুলি ভেঙে ফেলা হল তাতে ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা। তাঁদের দাবি, রেল কর্তৃপক্ষ তাঁদের না জানিয়ে কীভাবে এই কাজ করতে পারে। রাস্তার পাশেই তাঁরা ছোট্ট দোকানঘর করে ব্যবসা করে খাচ্ছিলেন। এবার তাঁদের রুজি-রোজগারে সমস্যা দেখা দিল। যদিও রেলের কোনও আধিকারিক এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

Latest article