বঙ্গ

সাত দিনে ৪০টি ট্রেন বাতিলের ঘোষণা রেলের, বিপাকে যাত্রীরা

প্রতি সপ্তাহেই কোন না কোন সমস্যার ফলে রীতিমত নাভিশ্বাস উঠছে যাত্রীদের! এই আবহে ফের একগুচ্ছ ট্রেন বাতিল করা হল দক্ষিণ-পূর্ব রেলওয়ের (South Eastern Railway) বিভিন্ন শাখায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২৫-২৭ নভেম্বর চক্রধরপুর ডিভিশনে মোট ১৬ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আগামী ৩ দিন চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন-ইথিওপিয়ায় জেগে উঠল দশ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি! ছাইতে ঢাকল ভারতের আকাশ, হাই অ্যালার্ট জারি

কিন্তু ঠিক কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, রেলের লোকো পাইলটের পরীক্ষাতে বেশিরভাগ কর্মীরা ব্যস্ত থাকবেন তাই এই সিদ্ধান্ত। আদ্রা ডিভিশনে টানা এক সপ্তাহ (২৪-৩০ নভেম্বর) ধরে চলবে নানা কাজ। তাই ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ৪ জোড়া (৮টি) মেমু প্যাসেঞ্জার ট্রেন।

৬৩৫৯৪, ৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনটি ৩০ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা – পুরুলিয়া – আদ্রা অংশটি বাতিল করা হয়েছে। ২৫ ও ২৯ নভেম্বর ৬৮০৮৮ ধানবাদ – বাঁকুড়া মেমু, ২৯ নভেম্বর ১৮০৬৩ হাতিয়া – খড়গপুর এক্সপ্রেস, ৩০ নভেম্বর ১৮১৮৪ বক্সার–টাটা এক্সপ্রেস, ৩০ নভেম্বর ১৮০৩৫ খড়গপুর – হাতিয়া এক্সপ্রেস,ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে।২৪, ২৭ ও ২৯ নভেম্বর ১২৮০২ আনন্দবিহার – পুরী এক্সপ্রেস ট্রেনটি সিপিআর – আরজেবি সেকশনে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলোতে অ্যানাউন্সমেন্ট করা হবে। এছাড়া ১৮০১৯, ১৮০২০ ঝাড়গ্রাম – ধানবাদ – ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে। বোকারো স্টিল সিটি – ধানবাদ – বোকারো স্টিল সিটি অংশ বাতিল থাকবে। ১৩৫০৩ , ১৩৫০৪ বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোমো পর্যন্ত সীমিত থাকবে। ৬৮০৫৬, ৬৮০৬০ টাটা – আসানসোল – বরাভূম মেমু ২৫ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা – আসানসোল – আদ্রা অংশ বাতিল হয়েছে।

আদ্রা ডিভিশনের বাতিল ট্রেনের তালিকা:

২৫ নভেম্বর ৬৮০৪৫/ ৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

২৫ ও ২৯ নভেম্বর ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা – আদ্রা মেমু প্যাসেঞ্জার

২৮ নভেম্বর ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু

৩০ নভেম্বর ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা – বরাভূম – আদ্রা মেমু

আরও পড়ুন-কবাডি বিশ্বকাপ জয় মেয়েদের

চক্রধরপুর ডিভিশনে বাতিল ট্রেন:

৬৮০৪৫/৬৮০৪৬ টাটানগর-রাউরকেল্লা-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮১৩৩/৬৮১৩৪ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮১৩৫/৬৮১৩৬ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫ ও ২৬ নভেম্বর।

৬৮১২৯/৬৮১৩০ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮০০৩/৬৮০০৪ টাটানগর-গুয়া-টাটানগর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।

৬৮০২৫/৬৮০২৬ চক্রধরপুর-রাউরকেল্লা-চক্রধরপুর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।

৬৮০২৯/৬৮০৩০ রাউরকেল্লা-ঝাড়সুগদা-রাউরকেল্লা মেমু ২৫, ২৬ ও ১৭ নভেম্বর।

৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগদা-সম্বলপুর-ঝাড়সুগদা মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮১২৫/৬৮১২৬ টাটানগর-বারবিল-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮০৮৫/৬৮০৮৬ টাটানগর-বারকানা-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮১২৭/৬৮১২৮ চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া মেমু ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮১৩৭ টাটানগর-চাইবাসা মেমু ২৪, ২৫ ও ২৬ নভেম্বর।

৬৮১৩৮ চাইবাসা-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

৫৮১৫১/৫৮১৫২ বীরমিত্রপুর-বরশুঁয়া-বীরমিত্রপুর প্যাসেঞ্জার ২৫ ও ২৬ নভেম্বর।

৫৮৬৫৯ হাতিয়া-রাউরকেল্লা প্যাসেঞ্জার ২৫ ও ২৬ নভেম্বর।

৫৮৬৬০ রাউরকেল্লা-হাতিয়া প্যাসেঞ্জার ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮০৩৫ টাটানগর-হাতিয়া মেমু ২৬ ও ২৭ নভেম্বর।

৬৮০৩৬ হাতিয়া-টাটানগর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।

৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

 

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

13 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

49 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

57 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago