বাংলার প্রতি রেলের বঞ্চনা ফাঁস হল অভিষেকের প্রশ্নে

Must read

প্রতিবেদন : রেলের উন্নয়নের প্রশ্নে বাংলা কী ভয়াবহ বঞ্চনা এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার তা আবার প্রমাণিত হয়ে গেল লোকসভায় রেলমন্ত্রীর দেওয়া তথ্যেই। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে তথ্য এবং পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে অমৃত ভারত স্টেশন যোজনার প্রথম পর্বে গোটা দেশে যে ১০৫টি স্টেশনের কাজ শেষ হয়েছে, তার মধ্যে বাংলার রয়েছে শুধুমাত্র একটি স্টেশন, পানাগড়। তালিকার সিংহভাগই দখল করে রয়েছে মোদিরাজ্য গুজরাত, যোগীরাজ্য উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো বিভিন্ন বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লোকসভায় রেলমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, অমৃত ভারত স্টেশন যোজনার শুরু থেকে এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যের কতগুলি স্টেশনকে এর আওতায় এনে পরিকল্পনা মঞ্জুর করা হয়েছে এবং কতগুলি স্টেশনে কাজ শেষ করে পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে। রাজ্য এবং বছরভিত্তিক তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে চেয়েছিলেন বিস্তারিত হিসাবও। অভিষেকের প্রশ্নে স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে পড়ে যান রেলমন্ত্রী। তাঁর দেওয়া তথ্যেই ধরা পড়ে যায় মোদি সরকার এবং বিজেপি কীভাবে শুধুমাত্র নিজেদের শাসিত রাজ্যগুলোতেই রেলের উন্নয়নে ব্যস্ত। বেআব্রু হয়ে পড়ে বাংলার প্রতি নির্লজ্জ বঞ্চনার ছবিটা। রেলমন্ত্রীর তথ্যই বলছে, অমৃত ভারত প্রকল্পে উন্নয়নের জন্য এখনও পর্যন্ত মোট ১৩৩৭টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত কাজ শেষ হয়েছে ১০৫টির। এই তালিকায় নাম রয়েছে বাংলার একটিমাত্র স্টেশন পানাগড়ের।

আরও পড়ুন- শুল্ক দ্বিগুণ ট্রাম্পের! রেখেঢেকে উত্তর দিল ভারত, তুলোধনা তৃণমূলের

Latest article