সংবাদদাতা, মেদিনীপুর : খড়্গপুরের পর মেদিনীপুর শহরে রেলের (rail) জায়গায় বসবাসকারী ৫০০ পরিবারকে কোনওরকম পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের নোটিশ দেওয়ায় মাথায় হাত গরিব পরিবারগুলির মানুষজনের। সাত দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। খড়্গপুরের পাশাপাশি মেদিনীপুর রেল স্টেশনকে সাজানো হচ্ছে অমৃত ভারত প্রকল্পে। সেই কাজের জন্যবস্তি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মেদিনীপুর শহরের রেল স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্যের মানুষজন। এঁদের অধিকাংশই দিনমজুর। রেলের জায়গায় ৫ শতাধিক বাড়ি হয়েছে।
আরও পড়ুন-আন্দামান-নিকোবরে মৌসুমী বায়ু সময়ের আগেই ঢুকছে বর্ষা, নিশ্চিত করল মৌসম ভবন
নোটিশ পেয়েই শাসকদলের দ্বারস্থ হন তাঁরা। খড়্গপুরের ধাঁচে আন্দোলন হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় বস্তিবাসীদের। উল্লেখ্য, আগেও খড়্গপুরে বস্তি উচ্ছেদ ঘিরে শাসকদলের আন্দোলনে পিছু হটে রেল কর্তৃপক্ষ। এবার সেই আন্দোলন শুরু হবে মেদিনীপুরে। প্রসঙ্গত, এখানে পিংলা-সহ উত্তর প্রদেশের বাসিন্দারাও থাকেন। কেউ দিনমজুর, কেউ লরিচালক। ৩০-৪০ বছর ধরে বসবাস করছেন। এখন পরিবার নিয়ে কোথায় যাবেন তা নিয়ে ঘুম উড়েছে তাঁদের। বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তাঁরা। উত্তর প্রদেশ থেকে আসা হরিশংকর যাদব জানান, ‘৪০ বছর লরি চালাই। আগে ভাড়াবাড়িতে থাকতাম। পরে ঝুপড়ি বানিয়ে বসবাস শুরু করি। এই বয়সে কোথায় যাব? রেল আমাদের উচ্ছেদ করতে চাইলে আগে পুনর্বাসন দিক।’