কুড়মি অবরোধ তুলতে এবার RPF নামানোর পরিকল্পনা রেলের, সবুজ সংকেত দিল নবান্ন

পশ্চিম ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের রেলপথে যোগাযোগ প্রায় বন্ধ। সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা। অবরোধ তোলা নিয়ে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়েছে রেল

Must read

কুড়মি আন্দোলনের ফলে কয়েকদিন ধরেই রেল চলাচল বিঘ্নিত হয়েছে। বহু ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের তরফে বাতিল করা হচ্ছে । পশ্চিম ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের রেলপথে যোগাযোগ প্রায় বন্ধ। সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা। অবরোধ তোলা নিয়ে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেলের শীর্ষ স্থানীয় আধিকারিক অতুল্য সিনহা নবান্নে চিঠি পাঠিয়েছেন। রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে। আরপিএফ-ও সাহায্য করবে বলে বলা হয়েছে।

আরও পড়ুন-অনূর্ধ্ব ১৭ জেলা ফুটবল

নবান্ন এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলকে জানিয়েছে, এই অবরোধ তোলার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের যা যা করণীয়, তা সব করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে কোনও বাধা দেওয়া হবে না সেটাও রেলকে জানিয়ে দেওয়া হয়েছে। রেলের এই অবরোধের সঙ্গে কোনও যোগ না থাকার সত্ত্বেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের। এর ফলে কয়েক কোটি টাকার লোকসানের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলকে। বোঝাই যাচ্ছে রেল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার।

 

Latest article