যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতেই এবার উত্তর-পূর্ব সীমান্ত (North East Railway) রেলওয়ে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন শুরু করল। এই গ্রীষ্মকালে পর্যটনের সুবিধা দেখতে ও যাত্রীদের ভিড় ঠেকাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি একমুখী স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ৩১ মে ও ১ জুন, ২০২৩ তারিখে একটি ট্রিপের জন্য চলবে এই ট্রেনগুলো।
আরও পড়ুন-তিন নয়, পড়ুয়ারা স্নাতক হবেন চার বছরে
০৫৯৫১ নং. (ডিব্রুগড়-জম্মু তাওয়াই) স্পেশ্যাল ট্রেনটি ৩১ মে, ২০২৩ (বুধবার) ১৬.৩০ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওনা দেবে। নর্থ লখিমপুর, রাঙাপাড়া নর্থ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, ছাপরা, লখনউ, মোরাদাবাদ, লুধিয়ানা জং. রেলওয়ে স্টেশন হয়ে ০২ জুন, ২০২৩ (শুক্রবার) তারিখের ২১.১০ ঘণ্টায় জম্মু-তাওয়াই পৌঁছবে।
আরও পড়ুন-ভিনেশ-সাক্ষীদের পাশে এবার আন্তর্জাতিক কুস্তি সংস্থা
অন্যদিকে ০৫৪৯৯ নং. (আলিপুরদুয়ার জং.-পুরী) স্পেশ্যাল ট্রেনটি ০১ জুন, ২০২৩ (বৃহস্পতিবার) ১১’টা নাগাদ আলিপুরদুয়ার জং. থেকে রওনা দেবে। এটি বিন্নাগুড়ি, নিউ জলপাইগুড়ি, রামপুরহাট, খড়গপুর, কটক, খুরদা রোড জং. স্টেশন হয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় পুরী পৌঁছবে।
এই দুটি টেনে স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে দেওয়া আছে এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও রয়েছে।