তীর্থ করাবে রেল, থামবে বোলপুরেও

পূর্ব রেল সাংবাদিক বৈঠক করে জানাল, আগামী ২০ মার্চ মুঙ্গের স্টেশন থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন।

Must read

সংবাদদাতা, বোলপুর : পর্যটনে দিশা আনতে বোলপুরে ভারতীয় রেলের আইআরসিটিসির সুলভ প্যাকেজ চালু হল। কোভিড মহামারীর কারণে তীর্থযাত্রীদের তিরুপতি, মাদুরাই, কন্যাকুমারী, রামেশ্বরম, পুরী প্রভৃতি তীর্থক্ষেত্র দর্শনের জন্য আগে ঘোষিত পিলগ্রিম স্পেশাল ট্যুরিস্ট ট্রেন এখনও চালু হয়নি।

আরও পড়ুন-সাতবার পুরজয়ের পথে জিম্মি

পূর্ব রেল সাংবাদিক বৈঠক করে জানাল, আগামী ২০ মার্চ মুঙ্গের স্টেশন থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন। ওঠা ও নামা যাবে ভাগলপুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, খড়্গপুর, মেচেদা, আন্দুল স্টেশনে। স্লিপার ক্লাসের জন্য থাকছে ১০ হাজার ৩৯৫ টাকার প্যাকেজ। এর মধ্যে ধরা থাকছে নিরামিষ ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার।

কোভিডের ডবল ডোজ নেওয়া থাকলে রিজার্ভেশন কনফার্ম হলেই মাত্র ৯শো টাকায় রোজ মিলবে সড়কপথে যাতায়াত, ধর্মশালা বা হোটেলে থাকার ব্যবস্থা, চিকিৎসা পরিষেবার সুবিধা। ১০ রাত ও ১১ দিনের ট্যুর প্যাকেজে এ সি থ্রি টিয়ারের জন্য খরচ পড়বে জনপ্রতি ১৭ হাজার ৩২৫ টাকা। সঙ্গে মিলবে বাজেট হোটেলের ব্যবস্থা।

Latest article