প্রতিবেদন : কয়েকটা দিনের বিরতি। ফের নিম্নচাপের পূর্বাভাস। দক্ষিণবঙ্গ জুড়ে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ফলে পুজোর মুখে আশঙ্কায় পুজো কমিটি, ব্যবসায়ী থেকে আমজনতা। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে একটি নয়, তৈরি হয়েছে দু’-দু’টি ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন-দুর্গত এলাকায় মুখ্যসচিব, জরুরি ভিত্তিতে ত্রাণ বিলি
এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এ-নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সারাদিনই অবশ্য পরিষ্কার থাকবে আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুই-ই বাড়বে। সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ফের নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে পূর্ব মেদিনীপুরে। সোমবার থেকে বুধবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।