শনিবার থেকে বৃষ্টি দক্ষিণে

Must read

প্রতিবেদন : এবার এল নিনোর প্রভাবে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ৪ দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। এদিকে চলতি সপ্তাহে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ এবং আগামী কাল উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা। দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টির জন্য রিমেলের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী। সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী। এই স্থানীয় মেঘপুঞ্জর জন্যেও পরোক্ষভাবে রিমেল দায়ী। কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে।

আরও পড়ুন- শেষ দফা ভোটের আগে তথ্য দিলেন তৃণমূলনেত্রী, বিজেপি-সিপিএমের সেটিং দমদমে

এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এরপরেই নিয়ম মেনে পশ্চিমবঙ্গে ঢুকবে বর্ষা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কলকাতা-সহ রাজ্যে ১০ জুনের পরে বর্ষা আসবে। সাধারণত কেরলে বর্ষা ঢোকার ৬-১০ দিন পর কলকাতায় বর্ষা (Rain) আসে। শহরে এখন দুর্যোগের পালা আপাতত শেষ। আবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। সকাল থেকেই রোদের দাপট দেখা দিয়েছে। সঙ্গে অস্বস্তিজনিত গরম।

Latest article