প্রতিবেদন : বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। বাদ যাবে না উত্তরের জেলাও। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি-ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। শনিবার এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি (Rain) ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আশার আলো দেখিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে যখন বৃষ্টি হবে না। পুজোর আগে রবিবার অর্থাৎ তৃতীয়া থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আভাস।