প্রতিবেদন : বর্ষণে হবে বর্ষবরণ। ৩১ ডিসেম্বর শনিবার এবং ১ জানুয়ারি রবিবার— পর পর দু’দিনই বৃষ্টি (Rain- West Bengal) হবে। এরফলে হঠাৎ করে পরিবর্তন হবে আবহাওয়ার। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পুর্বাভাস মতো বুধবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। সূর্যের দেখা মিলেছে সকাল ১০টার পর। দৃশ্যমান্যতা কম থাকায় বিমান বিভ্রাটেরও খবর মিলেছে। বেশ কয়েকটি ট্রেনও গন্তব্যে পৌঁছেছে দেরিতে। কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতেও ভোর থেকেই ছিল শিরশিরে ঠান্ডার আভাস। অর্থাৎ মানভঞ্জন করে ফের ফিরছে অভিমানী শীত— এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। উল্লেখ্য, এবার পৌষেও শীত আসেনি। গত ৫০ বছরে এই প্রথম সর্বনিম্ন তাপমাত্রার পারদ এতটা উপরের দিকে চড়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, উচ্চচাপ বলয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (Rain- West Bengal) সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়েছে। অন্য দিকে, উত্তুরে ঠান্ডা হাওয়ার দাপট কমেছে। সেই কারণেই ডিসেম্বরের শেষে পৌঁছেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার সম্মুখীন হতে হচ্ছে বঙ্গবাসীকে। যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে তাপমাত্রা কমার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন-জনস্বার্থ মামলায় হাইকোর্টে হলফনামা রাজ্যের, বাড়তি ভাড়ায় কড়া ব্যবস্থা