বৃষ্টির পূর্বাভাস, থাকবে অস্বস্তিও

Must read

প্রতিবেদন : বছরের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে বৃষ্টি না হলেও সন্ধ্যা হতেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বুধবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও বৃহস্পতি ও শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুধ এবং বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে বৃষ্টির জন্য সামান্য গরম কমতে পারে। রোদ উঠলেই আবার বাড়বে তাপমাত্রা। বাতাসে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি উঠবে চরমে।

আরও পড়ুন: শান্তি ফিরছে ভাঙড়ে হিংসায় গ্রেফতার ৯

Latest article