প্রতিবেদন : আশার কথা শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বরং হাওয়া অফিস যা বলছে তাতে রীতিমত আশঙ্কা তৈরি হচ্ছে। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বলতে গেলে গোটা এপ্রিল মাসটাই বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। বুধবার পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।
আরও পড়ুন-আবার কৃষ্ণাঙ্গ খুন করল পুলিশ, ঘাড়ে পা চেপে ধরে মেরে ফেলল আইনের রক্ষকরাই
দক্ষিণের বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে, উত্তরের জেলাগুলোতেও স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের সর্তকতা। লু বইবে পশ্চিমের জেলায়। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উপকূলবর্তী জেলাগুলোতে। আগামী চারদিনে সর্বোচ্চ দু’ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। উপকূল ও কলকাতায় ভ্যাপসা গরমের দাপট বেড়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আজ এবং আগামীকাল কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। একান্ত বাইরে বেরোতে হলে ছাতা, জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।