নতুন বছরের শুরুর কয়েকটা দিন হাড়কাঁপানো ঠান্ডা থাকলেও এখন বেড়েছে তাপমাত্রার পারদ। সামান্য বদলে গিয়েছে আবহাওয়া। বেড়েছে গরম। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। এরপর ফের ১০ জানুয়ারির পর ফিরবে শীত।
আরও পড়ুন-শৈত্যপ্রবাহ উত্তর ভারত কাঁপছে, দিল্লিতে কুয়াশায় কম দৃশ্যমানতা
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার বৃষ্টির (Rain) আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।