বৃষ্টিস্নাত শহর ও বাংলা

Must read

প্রতিবেদন : সপ্তাহান্তে বৃষ্টির (Rain) দেখা আর এর ফলেই কার্যত শীত উধাও। এদিকে উত্তর সিকিম, দার্জিলিংয়ে তুষারপাত। রাস্তা থেকে বাড়ি, গাছগাছালি সব ঢেকেছে বরফে। বড়দিনের সাদা বরফে মুড়েছে শৈলশহর। বৃষ্টির পর ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণের জেলায়।
বড়দিনের আগে তাই জমজমাট শৈলশহর। এদিকে, বৃষ্টির মধ্যেও কলকাতাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারের নিচে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা। মাঝারি বৃষ্টি (Rain) হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পিংয়েও হালকা বৃষ্টি। এদিকে, এক ধাক্কায় রাতের তাপমাত্রা চার ডিগ্রি বেড়েছে কলকাতায়। সকালে ঘন কুয়াশা, দিনভর মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা অনেকটাই কমবে। হাওয়া অফিস বলছে, শহরে শীতের আমেজ আরও কমবে। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয়।
আইএমডি জানিয়েছে শনিবার উত্তর সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। শুক্রবার থেকেই তাই শুভ্র সাজে ছাঙ্গু থেকে দার্জিলিং।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সিকিমের আকাশ মেঘলা হতে শুরু করেছে। উঁচু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হচ্ছে। শনিবার উত্তর-পূর্ব সিকিম এবং সংলগ্ন দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে পাঁচ ডিগ্রিতে। জাঁকিয়ে শীত পাহাড় জুড়ে। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর হালকা বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায়। বিশেষ করে উত্তর সিকিমের মঙ্গন জেলা এবং গ্যাংটক ও গ্যালশিং জুড়ে তুষারপাত চলবে। এদিন সকাল থেকেই পর্যটকের ঢল লাচুং, লাচেন, গুরুদোংমার হ্রদ এবং ছাঙ্গু উপত্যকার মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে।

আরও পড়ুন- দেশে বাংলাই সেরা গন্তব্য হয়ে উঠেছে

Latest article