অক্টোবরে বর্ষার বিদায়, পুজোয় চলবে বৃষ্টি

Must read

প্রতিবেদন : ভাদ্র মাস মানেই পুজোর আগে পুরনো জামা, শাড়ি, তোশক-বালিশ রোদে দেওয়া। কিন্তু বিগত কিছু বছর ধরে সেই চিত্র বদলেছে। লাগাতার বৃষ্টিতে (Rain-Durga Puja) ব্যাহত হচ্ছে জনজীবন। এবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতায়। এদিকে, পুজোতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। অতএব পুজো এগিয়ে আসায় সেইসময় যে বৃষ্টি থাকবে তা স্পষ্ট। এদিকে, মৌসুমি অক্ষরেখা ফের বাংলার দিকে অবস্থান করছে। ফলে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষদের। সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির (Rain-Durga Puja) সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সপ্তাহ-শেষে বৃষ্টি কমলেও সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন- আসল পুলিশের জালে নকল পুলিশ

Latest article