মানস দাস, মালদহ: পুজোর মুখে বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন মালদহ জেলার মৃৎশিল্পীরা। আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পরিস্থিতিতে চরম সমস্যায় মৃৎশিল্পীরা। সূর্যের দেখা না পাওয়ায় প্রতিমার মাটির প্রলেপ শুকোচ্ছে না। তার ওপর লাগাতার বৃষ্টিতে মাটি পাওয়াও সমস্যা। এই দুই মিলে চরম সমস্যায় মৃৎশিল্পীরা। নিজের নিজের এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রতিমার বরাত আসে। কাজেই এই সময় নাওয়া-খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন তাঁরা।
আরও পড়ুন-দিনের কবিতা
কিন্তু তাঁদের কাজে সমস্যা তৈরি করছে বৃষ্টি। প্রতিমায় মাটি লাগানোর কাজ প্রায় শেষ। এখন রঙের কাজ বাকি। কিন্তু প্রতিমা না শুকোলে রঙের কাজ করা যায় না। আর কিছুদিন এভাবে চললে তাদের প্রতিমা শুকনোর জন্য অন্য কিছু ভাবতে হবে। কয়লা বা গ্যাসের ব্যবহার করতে হবে। তাতে খরচ বাড়বে। মালদহ শহরের এক মৃৎশিল্পী জানান, এ বছর ছোট-বড় মিলিয়ে ২০টি প্রতিমা তৈরি করছেন। কর্মীরা দিনরাত কাজ করছেন। কিন্তু লাগাতার বৃষ্টির জন্য প্রতিমা শুকোচ্ছে না। গ্যাস জ্বালিয়ে প্রতিমা শুকোনোর কাজ করতে হচ্ছে। ফলে প্রতিমাপিছু অতিরিক্ত টাকা খরচ হবে। এতে লভ্যাংশ কমবে। অর্ডার নেওয়া যখন হয়েছে প্রতিমা তৈরি করে দিতেই হবে। পাকুয়াহাটের মৃৎশিল্পী নিখিল পালের গলাতেও আক্ষেপের সুর। বলেন, চারিদিকে ভারী বৃষ্টির ফলে এক তো মাটি নিয়েও সমস্যায় পড়েছি।