প্রতিবেদন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তা ঝাড়খণ্ডে চলে যাবে। যদিও মৌসুমী অক্ষরেখা রয়েছে সক্রিয়। এই সবকিছুর কারণেই দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন-বিসিসিআই নির্বাচন পিছিয়ে যেতে পারে
সোমবারের পর বৃষ্টি অনেকটা কমবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার থেকে উত্তরেও ভারী বৃষ্টি কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ আজ, রবিবার পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।