আজ থেকে কমবে বৃষ্টি

আরও ২৪ ঘণ্টা বাংলায় সক্রিয় থাকবে নিম্নচাপ। এরপর ধীরে ধীরে শক্তি হারাবে। এর জেরে সোমবারের পর থেকে বদলাবে আবহাওয়া।

Must read

প্রতিবেদন : আরও ২৪ ঘণ্টা বাংলায় সক্রিয় থাকবে নিম্নচাপ। এরপর ধীরে ধীরে শক্তি হারাবে। এর জেরে সোমবারের পর থেকে বদলাবে আবহাওয়া। ইতিমধ্যেই কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপ। গাঙ্গেয় বঙ্গের উপরে যে গভীর নিম্নচাপ ছিল, সেটা ক্রমে পশ্চিমের দিকে সরে যাচ্ছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় আট কিলোমিটার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার পর্যন্ত।

আরও পড়ুন-প্রতিমার বাজার ভাল, কিন্তু বৃষ্টিতে উদ্বেগে মৃৎশিল্পীরা

সোমবার আর কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কলকাতা থেকে প্রায় ৯০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ। ধীরে ধীরে নিম্নচাপটি দুর্বল হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

Latest article