অস্বস্তিকর গরমে মিলল স্বস্তির খবর, ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে নামবে বৃষ্টি

Must read

রোদের অসহ্যকর তাপ। অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গের ৮ জেলায় চলছে তাপপ্রবাহ। তার মধ্যে খানিকটা হলেও মিলল স্বস্তির খবর। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানাল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বৃষ্টি (Rainfall) নামতে চলেছে দক্ষিণবঙ্গের তিনটি জেলায়। এতে খানিকটা হলেও দক্ষিণবঙ্গে গরম কিছুটা কমবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও কিছুটা হলেও নামবে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আগামী ১৩ মে, শনিবারই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি (Rainfall) হতে পারে। তবে বৃষ্টি না হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।

আরও পড়ুন- হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন শিবজ্ঞানম

Latest article