প্রতিবেদন: ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টিতে স্বস্তি পেয়েছিলেন রাজ্যবাসী। তার দু’দিন কাটতে না কাটতেই ফের খারাপ খবর শোনাল হাওয়া অফিস। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে গরম। মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরের জেলাগুলিতে। সোমবার মালবাজারের চেলনদীতে হড়াপা বানে তলিয়ে যায় দুটি ট্র্যাক্টর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নদীর চর থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়ে হড়াপা বানের কবলে পড়ে পাচারকারীরা। তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-সিবিআই নয় তদন্তে রাজ্য পুলিশ
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে আলিপুরদুয়ারের কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ সরে ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এর প্রভাবে মেঘলা আকাশ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালাকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।