প্রতিবেদন : গত কয়েকদিনের বৃষ্টির (Rain) পর রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না উত্তরের (North Bengal) জেলাগুলি। হালকা থেকে ভারী বৃষ্টির (Rain) পাশাপাশি কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ারও উন্নতি হবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে চলতি এপ্রিলেই দেশের পূর্ব ও পশ্চিম ও উত্তরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। জুন মাস পর্যন্ত এই অবস্থাই চলবে। আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন- এমএলএ কাপের উদ্বোধন