গম্ভীরের পাশে রায়না, তোপ দাগলেন শ্রীকান্ত

যদিও গম্ভীরের কড়া সমালোচনা করেছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তাঁর বক্তব্য, অক্ষর প্যাটেল কেন গুয়াহাটিতে খেলছে না?

Must read

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকা! গৌতম গম্ভীর জমানায় ঘরের মাঠে আরও একটা টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মুখে টিম ইন্ডিয়া। প্রবল সমালোচনার মুখে ঋষভ পন্থদের কোচ।
এই পরিস্থিতিতে গম্ভীরের পাশে দাঁড়ালেন প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। তিনি বলছেন, কোচের কাজ হল পথ দেখানো। মাঠে গিয়ে তো ব্যাটারদেরই রান করতে হবে। গোতি ভাই সত্যিই দল নিয়ে প্রচুর পরিশ্রম করছে। এবার ক্রিকেটারদের পরিশ্রম করতে হবে। আমরা তো ওর কোচিংয়েই এই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি।

আরও পড়ুন-গ্রুপ লিগে ভারতের ম্যাচ পেল না ইডেন, টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষিত

যদিও গম্ভীরের কড়া সমালোচনা করেছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তাঁর বক্তব্য, অক্ষর প্যাটেল কেন গুয়াহাটিতে খেলছে না? কেন ওকে বসিয়ে দেওয়া হল। প্রতি টেস্টেই নতুন মুখ! গম্ভীর যা খুশি বলতেই পারে, তাতে কিছুই এসে যায় না। আমি নির্বাচক কমিটির প্রধান ছিলাম। তাই কী বলছি, সেটা জানি। শ্রীকান্ত আরও বলেন, কুলদীপ বলল, গুয়াহাটির পিচ না কি রাস্তার মতো পাটা! তাহলে ভারতীয় ব্যাটিংয়ের এই হাল কেন? নীতীশ রেড্ডিকে দেখে কেউ বলবে ও অলরাউন্ডার! মেলবোর্নে একটা সেঞ্চুরি করেছিল বলেই ওকে অলরাউন্ডারের তকমা দিতে হবে! না ঠিকঠাক ব্যাট করতে পারে, না বল। ও অলরাউন্ডার হলে আমি গ্রেট অলরাউন্ডার।

Latest article