ফের ঝড়, কমলা সতর্কতা

Must read

প্রতিবেদন : আবারও ঝড়-বৃষ্টির (Rainfall- West bengal) পূর্বাভাস। বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। জানিয়েছে হাওয়া অফিস। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূ্র্বাভাস রয়েছে। এজন্য জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে টানা পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rainfall- West bengal) পূর্বাভাস। রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করায় মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বুধবার দক্ষিণের সব জেলায় ঝোড়ো হাওয়ার গতি কমে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। শুক্রবার এবং শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

আরও পড়ুন- সিবিআই ফাঁসাচ্ছে, জামিন পেয়ে অভিযোগ বিকাশের

Latest article