প্রতিবেদন : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ (Rainfall)। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে। এর ফলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। একইসঙ্গে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির (Rainfall) সতর্কতা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলার দু-এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহষ্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন-আধুনিক পরিকাঠামোয় গড়ে উঠবে মাতৃসদনের দ্বিতীয় ক্যাম্পাস