বৃহস্পতিবারের পর আজ, শুক্রবারও দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হয়েছে। শুক্রবারও একই পরিস্থিতি চলবে। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রপাত। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির (Rainfall) সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। তবে শনিবারের পর থেকে কমবে ঝড় বৃষ্টির পরিমাণ। রবিবার থেকে ফের চড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা কবে? জানাল মধ্যশিক্ষা পর্ষদ