নিম্নচাপ, বৃষ্টি চলবে

Must read

প্রতিবেদন : রাজ্যের আকাশে ফের নিম্নচাপ। আর তার জেরেই শুক্রবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা। সোমবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী এবং কয়েকটি জেলায় অতি-ভারী বৃষ্টির (Rainfall) সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। টানা বৃষ্টির জেরে বাড়তে পারে নদীর জলস্তর। শুক্রবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, সঙ্গে চলছে টানা বৃষ্টি। সকালে বৃষ্টির পর দুপুরে এক পশলা ভারী বৃষ্টি হয়েছে শহর কলকাতা-সহ একাধিক জেলায়। শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণের ১২টি জেলায় ভারী বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি-ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবারও ৬ জেলায় অতি-ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, গত ৫ দিন ধরে বাংলাদেশের দিকেই ছিল নিম্নচাপ। এবার তা কিছুটা সরছে এ-রাজ্যের দিকে। তার জেরেই এই দুর্যোগ। তবে দুর্যোগের মধ্যেও আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদেরা। বলছেন, ধীরে ধীরে বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এই নিম্নচাপ। তবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে ফের বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে জলাধারগুলিতে জলের চাপ সামাল দিতে গিয়ে আরও জল ছাড়তে হতে পারে ডিভিসিকে। ফলে আশঙ্কায় ভুগছেন চাষিরা।

আরও পড়ুন- দায়িত্ব নেওয়ার পর সূত্র হাতড়ে বেড়াচ্ছে, আর কারা জড়িত জানাতে ব্যর্থ এজেন্সি

Latest article