বৃষ্টির ঘাটতি উত্তরে, দক্ষিণে ৩৪% উদ্বৃত্ত

তবে উত্তরে রয়েছে বৃষ্টির ঘাটতি। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Must read

প্রতিবেদন : দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে নিম্নচাপ। এর জেরেই গোটা দক্ষিণের জেলা জুড়ে কম-বেশি বৃষ্টি হয়েই চলেছে, নাগাড়ে বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছেই। তবে উত্তরে রয়েছে বৃষ্টির ঘাটতি। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-আবেদনের মেয়াদ বাড়ল

উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৪০% বৃষ্টির ঘাটতি রয়েছে। এখনও পর্যন্ত, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দু-একটি জায়গায় ৭-১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ৭-২০ সেমি বৃষ্টি হয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য। নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। এর ফলে কলকাতার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। কিন্তু বিপরীতে, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়বে। শহর কলকাতা, হাওড়া এবং হুগলিতেও সারাদিন ধরে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সব জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরো কমবে। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।

Latest article