প্রতিবেদন : নিম্নচাপের জেরে শনিবার ভোররাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ভারী বৃষ্টি (Rain)। মৌসুমি অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর প্রভাবে মেঘলা আকাশ এবং লাগাতার বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই। শনিবার এমনই জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ১৩ জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর বাঁকুড়ায় অতি-ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতায় মূলত মেঘলা আকাশ। রবিবারও বৃষ্টি চলবে। শনিবার সারাদিনই কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। সর্বোচ্চ ৫০-৫৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।
আরও পড়ুন: ট্রলারডুবি, ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাঁচাল ভারতীয়রা