সংবাদদাতা : বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গ। ভাসছে জলপাইগুড়ির একাধিক এলাকা, জল-থইথই আলিপুরদুয়ার। তোর্সা নদীতে বেড়েছে জল। ফেটে গিয়েছে পাইপলাইন। জল নেই চারটি গ্রামে। মেচি নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত এলাকা। এরই মধ্যে অশনিসঙ্কেত। এখনই টানা বৃষ্টির হাত থেকে মুক্তি পাচ্ছে না উত্তরবঙ্গ এমনটাই জানাল হাওয়া অফিস।
আরও পড়ুন-বাতিল জিনিস দিয়ে রাখি তৈরি করেন বীরভূমের শিল্পী
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, মালদহে।
রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-একপশলা বৃষ্টি হয়েছে। কিন্তু সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। এই দুই জেলায় ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিনজেলায় রয়েছে অতি-ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়বে জলস্তর, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। আবহাওয়া খারাপ হওয়ার খবর পেতেই পাহাড়ে প্রশাসনের তরফে জারি করা হয়েছে সর্তকতা।
আরও পড়ুন-জোটের ভরকেন্দ্র জননেত্রী, বাংলাই এবার পথ দেখাবে দিল্লিকে
একটানা বৃষ্টিতে একসপ্তাহের মধ্যে পর-পর ধস নেমেছে পাহাড়ের রাস্তায়। প্রশাসনিক তৎপরতায় রাস্তা থেকে বোল্ডার সরানোর কাজ চলছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে আনা হয়েছে।