প্রতিবেদন : আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গজুড়ে (Rainfall in North Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, উৎসবের আগে পুজোর কেনাকাটার মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। চলতি মাসেই একাধিক ঘূর্ণিঝড় আসতে পারে। সেপ্টেম্বর মাসজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে ভেস্তে যেতে পারে পুজোর বাজার। পশ্চিমবঙ্গের উপকুলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত উপস্থিত হয়েছে। যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার মধ্যে ২ থেকে ৩টি ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এদিকে সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে চড়া রোদের সঙ্গে গরম চলছে। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি কলকাতার আশপাশে। আপেক্ষিক আদ্রতা বৃদ্ধির কারণে নাজেহাল মানুষ। তবে স্বস্তির খবর, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।