দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

Must read

প্রতিবেদন : এখন আসেনি শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে ফের পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার জেরে জলীয়বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী দু’তিনদিন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার পূর্বাভাস আগেই ছিল। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপ আপাতত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। সপ্তাহের শেষে ফের একবার পুবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে।

আরও পড়ুন-হাসপাতালের জমি দখলমুক্ত করার নির্দেশ

Latest article