বঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস

Must read

দফায় দফায় নিম্নচাপ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বঙ্গে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই ভারী বৃষ্টির (Rainfall Forecast) আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত দু সপ্তাহে দুবার গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে, তবে কলকাতা শহর ও শহরতলী সংলগ্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি। যদিও আবহাওয়া পরিবর্তনের পর থেকেই ফের অস্বস্তিকর গরমে নাকাল বঙ্গবাসী। গত দুদিন ধরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত বাঙালি নাজেহাল। তাদের জন্য কিছুটা হলেও সুখবর দিতে পারল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এই ঘূর্ণাবর্ত ক্রমাগত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে এবং বাংলা উপকূলের কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। এর ফলে অবিরাম বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে। যদিও স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণাবর্তের শক্তি ক্ষয় হবে এবং নিম্নচাপ দুর্বল হয়ে ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে । নিম্নচাপের কারনে শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (Rainfall Forecast) সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টি হতে পারে। দফায় দফায় হালকা থেকে মাঝারি আবার কখনও অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায়, বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: নিখোঁজকে পরিবারে ফেরালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি

হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এর মধ্যেই সকলকে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিঘা, মন্দারমণি, সাগর-আইল্যান্ড সহ বাংলা উপকূলে সমুদ্রের ধারে যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে।

Latest article