প্রতিবেদন : উত্তরবঙ্গে (North Bengal) প্রকৃতির বিচিত্র লীলা চলছে। শৈলশহর দার্জিলিং রোদ-ঝলমলে আর বৃষ্টিমুখর কালিম্পং (Kalimpong)। গরমে পর্যটকদের প্রিয় গন্তব্য দার্জিলিং। তার ওপর ছেলেমেয়েদের স্কুলে পড়ে গিয়েছে গ্রীষ্মের ছুটি। তাই ভিড় বাড়ছে শৈলশহর দার্জিলিঙে। রোদ-ঝলমলে আকাশ, তবে মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। পর্যটকেরা তোয়াক্কা করছেন না। শীতে কাতর না হয়ে পড়ে কাঞ্চনবর্ণা কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) রূপ দেখে নিচ্ছেন দু’চোখ ভরে। সকাল থেকে রাত পর্যন্ত ম্যালে তিল ধারণের জায়গা নেই। দার্জিলিং শহর রোদ ঝলমলে হলেও কালিম্পঙের দিকে মাঝেমধ্যে ভালই বৃষ্টি হচ্ছে। প্রতিদিন নিউজলপাইগুড়ি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দর থেকে কয়েকশো গাড়ি পাহাড়ের উদ্দেশে পর্যটক নিয়ে রওনা হচ্ছে। ট্যুর অপারেটররা জানাচ্ছেন, পুজো পর্যন্ত বুকিং প্রায় শেষ। সবথেকে বেশি ভিড় দার্জিলিঙে (Darjeeling)। কারণ পর্যটকেরা দার্জিলিংকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন এলাকা (North Bengal) ঘোরেন। দার্জিলিঙের এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার অনুপহ্যাং সুব্বা বলেন, একে পর্যটন মরশুম, তার ওপরে স্কুলে গ্রীষ্মের ছুটি, তাই পাহাড়ে পর্যটকদের ভিড় প্রতিদিনই বাড়ছে। হোটেলে জায়গা নেই। পর্যটকদের ভিড়ের কারণে প্রতিদিন রাস্তায় যানজট হচ্ছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: নেত্রীর পশ্চিম মেদিনীপুর সফর ঘিরে উন্মাদনা