সমন্বয় রেখে কাজ করবে রাজভবন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করবে।

Must read

প্রতিবেদন : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করবে। রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন, আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা সংক্রান্ত। এই নিয়ে আলোচনার জন্যই শিক্ষামন্ত্রীকে তিনি রাজভবনে ডেকেছিলেন।

আরও পড়ুন-অ্যাডিনো রুখতে ছুটি বাতিল ডাক্তারদের

শিক্ষামন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন, তাঁর দেখানো পথে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজভবন ও সরকার একসঙ্গে কাজ করবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজভবনে এডুকেশন কনক্লেভ আয়োজনের প্রস্তাব দিয়েছেন বলেও রাজভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল ৩০ জন উপাচার্যকে আগামী তিন মাসের জন্য পুনর্বহাল করেছেন। সেইসঙ্গে সার্চ কমিটি গঠন করে স্থায়ী উপাচার্যের নিয়োগের পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই শীঘ্রই উপাচার্য নিয়োগের সার্চ কমিটি তৈরি করা হবে।

Latest article