প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র, শোকের ছায়া সিনে দুনিয়ায়

Must read

প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র (Raja Mitra)। ফের বিনোদন জগতে ফের শোকের ছায়া। নভেম্বর মাসে তাঁর ক্যানসার ধরা পড়েছিল। শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

১৯৮৭ সালে মুক্তি পায় রাজা মিত্রর (Raja Mitra) প্রথম ছবি ‘একটি জীবন’। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও বেশি প্রশংসিত হয়েছিল ‘নয়নতারা’, ‘যতনের জমি’, বীরভূমের স্ক্রোল পেইন্টার্স বা কালীঘাট পেন্টিং তথ্যচিত্র। তিনি ৩২ টি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন।

আরও পড়ুন-জয়পুরে পেট্রল পাম্পের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, মৃত ৫

পরিচালকের মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে রৌদ্র মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত হয়েছেন রাত ৩টের সময়।”

Latest article