প্রতিবেদন: রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সুব্বা রাওয়ের পর এবার ভারতের অর্থনীতি নিয়ে সরব আরেক প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মন্তব্য, ভারতের যুব সম্প্রদায়ের একটা অংশ নিজেদের কোনওভাবেই দ্বিতীয় সারিভুক্ত মনে করেন না, ঠিক যেমন বিরাট কোহলি নিজেকে পিছনের সারির বলে ভাবতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতে সেই যুব সম্প্রদায়েরই কোনও স্থান নেই, তাঁরা বাইরে স্টার্ট আপ খুলতে যাচ্ছেন। কারণ প্রতিভা থাকলেও এখানে তাঁদের কাজের সুযোগ নেই। তাঁর মতে, বিজেপি আমলে কর্মসংস্থান বা বাজারে টাকার পরিস্থিতি এতটাই খারাপ যে স্টার্টআপ খুলতেও দেশ ছেড়ে চলে যাচ্ছে যুব সম্প্রদায়।
আরও পড়ুন-এক্সপ্রেসওয়েতে ট্রেলারে গাড়ির ধাক্কা, হত ১০
একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন, বিজেপি ২০৪৭-এ বিশ্বের সেরা অর্থনীতির যে স্বপ্ন দেখাচ্ছে তার জন্য যে কাজ করা দরকার, বর্তমান পরিস্থিতির যে শুভ দিকগুলি নিয়ে কাজ করা উচিত তা কেউ করছে না। জিডিপি নিয়ে সরকারের অত্যুক্তিকে রাজন ফাঁপা বলেও উল্লেখ করেন। তাঁর দাবি,
বেকারের সংখ্যা খুব বেশি, ছদ্ম-বেকারের সংখ্যা আরও বেশি। গবেষকরা পিওনের পদের জন্য আবেদন করছেন।