প্রতিবেদন, নয়াদিল্লি : ৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন দক্ষিণের প্রবাদপ্রতিম অভিনেতা রজনীকান্ত। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছ থেকে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর দক্ষিণের জনপ্রিয়তম চিত্রতারকা তা উৎসর্গ করেন তাঁর চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক সতীর্থ এবং ভক্তদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী লতা এবং অভিনেতা জামাই ধনুশ।
আরও পড়ুন : ব্যাঙ্ক বেসরকারীকরণের ইঙ্গিত কেন্দ্রের বিরোধিতা হবে, জানাল তৃণমূল কংগ্রেস
এদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হয় অন্যান্য প্রাপকদের হাতে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘ভোঁসলে’ ছবির জন্য মনোজ বাজপেয়ী এবং ‘অসুরান’ ছবির জন্য ধনুশ। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কঙ্গনা রানাওয়াত ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ ছবির জন্য পুরস্কার নেন। চিত্রতারকাদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান ছিল আক্ষরিক অর্থেই বর্ণময়। দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়ে আবেগবিহ্বল রজনীকান্ত স্মরণ করেন একজন বাস কন্ডাক্টর থেকে ভারতখ্যাত অভিনেতা হয়ে ওঠার অবিস্মরণীয় যাত্রাপথের কথা। একইসঙ্গে সহযোদ্ধা ও পুরনো বন্ধুকে ধন্যবাদ জানান যিনি তাঁকে চলচ্চিত্রে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।