খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কূপে পড়ে গিয়েছিল ৫ বছরের শিশু। আড়াই দিন ধরে তাঁকে উদ্ধারের চেষ্টা করেও শেষমেষ ব্যর্থ হতে হলো। কুয়ো থেকে শিশুকে তুলে আনা গেল ঠিকই, কিন্তু ততক্ষণে সে নিথর। জীবন – মৃত্যুর লড়াইয়ে হার মানতে হয়েছে পাঁচ বছরের ছোট্ট প্রাণকে। শত চেষ্টাতেও জীবিত উদ্ধার করা গেল না রাজস্থানের (Rajasthan) দৌসায় গভীর কূপে পড়ে যাওয়া আরিয়ানকে। শিশুর পরিবারে শোকের ছায়া।
আরও পড়ুন- ঘুরে আসুন মহাবালেশ্বর
সোম এবং মঙ্গলবার মূল গর্ত থেকে কুড়ি মিটার দূরে খননকার্য চালানো হয়েছে। দশটি জেসিবিকে কাজে লাগানো হয়েছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল-এর সদস্যেরা পাইপের মাধ্যমে কূপে আটকে পড়া আরিয়ানকে অক্সিজেন পাঠানো হয়েছিল। কিন্তু স্থানীয়রা বলছেন, সমান্তরাল ভাবে খনন কার্য চলাকালীন পাশে রাখা মাটির স্তূপ থেকে ওই শিশুর মাথায় মাটি পড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে দড়ি বেঁধে শিশুটিকে উপরে তোলার চেষ্টা করা হয়।এনডিআরএফ-এর ভারপ্রাপ্ত আধিকারিক যোগেশ কুমার জানান, “আমাদের লড়াই ছিল সময়ের বিরুদ্ধে। লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা সফল হতে পারলাম না।” নিথর অবস্থায় আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বটে, কিন্তু তখন আর কিছু করার ছিল না।ভেঙে পড়েছে আরিয়ানের পরিবারসহ প্রতিবেশীরা। মন খারাপ উদ্ধারকারী দলেরও।