রাজস্থানের বিজেপি নেতার ‘কীর্তি

প্রেমিকার প্রেমে হাবুডুবু খেয়ে নিজের স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সাজিয়েছিল নিখুঁত প্লট। স্ত্রীকে খুন করিয়ে গল্প ছড়িয়েছিল ডাকাতির।

Must read

প্রতিবেদন: বিজেপির নেতার কাণ্ড। পরকীয়ায় মজেছিল রাজস্থানের আজমের এলাকার গেরুয়া নেতা রোহিত সাইনি। প্রেমিকার প্রেমে হাবুডুবু খেয়ে নিজের স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সাজিয়েছিল নিখুঁত প্লট। স্ত্রীকে খুন করিয়ে গল্প ছড়িয়েছিল ডাকাতির।

আরও পড়ুন-আশ্রমে ঘুমন্ত মহিলাকে ধর্ষণ করল প্রধান পুরোহিত

কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল রোহিত ও তার প্রেমিকা, দু’জনেই। কয়েকদিন আগের ঘটনা। স্ত্রী সঞ্জুকে নিয়ে শিলোড়া গ্রামে শ্যালকের বাড়ি রওনা দিয়েছিল রোহিত। পথে দুই বাইক আরোহী এসে খুন করে সঞ্জুকে। জিনিসপত্র লুঠপাট করে পালায়। পুলিশকে অভিযোগ জানায় গেরুয়া নেতা রোহিতই। কিন্তু তার কথায় অসঙ্গতি দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের। ঋতু নামে এক মহিলার সঙ্গে তার বিবাহবর্হিভূত সম্পর্কের কথা উঠে আসে। রোহিত স্বীকার করে, ঋতুর পরামর্শেই সে ডাকাতির আড়ালে খুন করিয়েছে স্ত্রীকে। গ্রেফতার করা হয় দু’জনকেই।

Latest article