কোচ দ্রাবিড়কে পেতে ঝাঁপাল রাজস্থান

এরপর ২০১৪ ও ২০১৫ সালে তিনি ছিলেন রাজস্থানের মেন্টর। ২০১৫ আইপিএলের পর থেকে দ্রাবিড় বিসিসিআইয়ের সঙ্গে কাজ করেছেন।

Must read

নয়াদিল্লি, ২৩ জুলাই : সদ্য জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। জোর চর্চা, ২০২৫ আইপিএলে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন। শুরুতে কলকাতা নাইট রাইডার্সের নাম শোনা গেলেও, এখন শোনা যাচ্ছে, দ্রাবিড় ফিরতে পারেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই দ্রাবিড়ের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে রাজস্থান কর্তৃপক্ষ। দ্রাবিড়কে প্রস্তাবও দেওয়া হয়েছে কোচ হওয়ার জন্য। সব ঠিক থাকলে, আগামী কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দ্রাবিড়ের নাম ঘোষণা করে দেওয়া হবে। প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক নতুন নয়।

আরও পড়ুন-গেমস ভিলেজে কোভিড হানা, নিভৃতাবাসে আক্রান্ত অ্যাথলিট

রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন তিনি। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ এবং আইপিএলে নেতৃত্বও দিয়েছেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে তিনি ছিলেন রাজস্থানের মেন্টর। ২০১৫ আইপিএলের পর থেকে দ্রাবিড় বিসিসিআইয়ের সঙ্গে কাজ করেছেন। জাতীয় অনূর্ধ্ব ১৯ দল, ‘এ’ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরও ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। ২০২১ সালের অক্টোবরে দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। সেই অর্থে দেখতে গেলে, প্রায় এক যুগ পর আইপিএলে ফিরতে চলেছেন দ্রাবিড়। এদিকে, জোর জল্পনা গুজরাট টাইটান্সের কোচের দায়িত্ব ছাড়ছেন আশিস নেহরা। তাঁর বদলে আগামী আইপিএলে গুজরাটের কোচ হতে পারেন যুবরাজ সিং।

Latest article