খেলা

চেন্নাইকে জেতাতে পারলেন না ধোনি

চেন্নাই, ১২ এপ্রিল : শেষ বলে একটা ছক্কা দরকার ছিল তাঁর। কিন্তু সন্দীপ শর্মার ইয়র্কার এত মেপেজুকে পড়ল যে এম এস ধোনি সিঙ্গলসের বেশি নিতে পারলেন না!
এটাই ক্রিকেট। বুঝিয়ে দিল তুমি সেরা ফিনিশার ছিলে। গ্রেট ফিনিশার। কিন্তু এখন আর নও। তাই বলে ধোনি আর জাদেজার জুটিকে কিন্তু উড়িয়েও দেওয়া যাবে না। ১১৩/৬ হয়ে যাওয়ার পর এই দু’জন ৩৩ বলে ৫৯ রান তুলে প্রায় একটা রিঙ্কু-কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন চিপকে। শুধু শেষটা হল না। ঘরের মাঠে সিএসকেকে এদিন ৩ রানে হারাল রাজস্থান রয়্যালস (Rajasthan royals- CSK)।

ঋতুরাজ গায়কোয়াড়ের আউট সিএসকে সমর্থকদের জন্য বেশ বড় ধাক্কা। একে তো তিনি ফর্মে আছেন, তার উপর এই ক’বছরে চেন্নাইয়ের ঘরের ছেলে বনে গিয়েছেন। আগে যেটা সুরেশ রায়না ছিলেন। ধোনি আর জাদেজাকে বাদ দিলে সেটাই এখন ঋতুরাজ।
কিন্তু ৮ রানে সন্দীপ শর্মাকে উইকেট দিয়ে গেলেন তিনি। সন্দীপের বোলিং অ্যাকশন বেশ অদ্ভুত। উইকেটের উপর এসে আড়াআড়ি বল ছাড়েন। যেটা ব্যাটারের জন্য ডায়গোনাল বল খেলার মতো। ধোনিকেও এর সামনে পড়তে হল। তা ঋতুরাজ যখন আউট হলেন, রাজস্থানের ১৭৫/৮ তাড়া করতে গিয়ে চেন্নাই ১০/১।

আরও পড়ুন: ক্যাপ্টেন কুল ২০০ কীর্তি গড়ে ধোনির মুখে পরিবর্তনের কথা

তবে খেলাটা ধরে নেন কনওয়ে ও রাহানে। রাহানে ৭৮ রানে আউট হয়ে গেলেন ব্যক্তিগত ৩১ রানে। বোলার অশ্বিন। একে একে সব দরজা বন্ধ হয়েছে মুম্বই ব্যাটারের। আইপিএলে সিএসকে রাহানেকে যে সুযোগ দিয়েছে, সেটা তিনি দু’হাতে গ্রহণ করেছেন। আগের ম্যাচে হাফ সেঞ্চুরির পর এই ম্যাচেও রান পেলেন। তার থেকেও বড় কথা হল, ঋতুরাজ আউট হওয়ার পর রাহানে কনওয়েকে নিয়ে ৬৮ রান যোগ করে গেলেন।
কিন্তু রাহানের পর শিবম দুবে (৮) অশ্বিনকে উইকেট দিয়ে যাওয়ায় চাপ ফিরে এসেছিল চেন্নাইয়ের উপর। অনেকেই ধোনিকে আরও উপরে আসতে বললেও তিনি এলেন না বৃহস্পতিবারও। ৯২/৩ হয়ে যাওয়ার পর পাঠিয়ে দিলেন মইন আলিকে (৭)। তারপর রায়াডুকে(১)। নিজে এলেন তারও পরে।
আসলে মিডল অর্ডার ব্যর্থতাই সিএসকের হারের কারণ। শেষপর্যন্ত ধোনি ৩২ ও জাদেজা ২৫ রানে নট আউট থেকে গেলেন। তবু জয় থাকল অধরাই।

রাজস্থান (Rajasthan royals- CSK) ব্যাটিংয়ে বড় ধাক্কা ছিল সঞ্জুর রান না পাওয়া। দু’বলেই জাদেজা তাঁকে বোল্ড করে দেন। কিন্তু এরপরও তারা ১৭৫ রান তুলতে পেরেছে বাটলার (৫২), পারিকাল (৩৮), অশ্বিন (৩০) ও হেটমেয়ারের (৩০) সৌজন্যে। তারাও শুরুতে যশস্বী জয়সোয়ালকে (১০) হারিয়েছিল। কিন্তু পারিকালকে নিয়ে বাটলার খেলাটা ধরে নেন। নাহলে এতটা আসতে পারত না রাজস্থান।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago