জয়পুর, ২৮ এপ্রিল : আগেই আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েছিলেন। সোমবার বৈভব সূর্যবংশী আইপিএলের ইতিহাসে সব থেকে কম বয়সে সেঞ্চুরি করার নজির গড়লেন। মাত্র ৩৫ বলে একশো করে বৈভব বুঝিয়ে দিলেন তিনি আক্ষরিক অর্থেই বিস্ময় প্রতিভা। বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ে গুজরাটকে কার্যত উড়িয়ে দিয়ে ম্যাচ জিতল রাজস্থান (Rajasthan Royals)। শেষ পর্যন্ত বৈভব আউট হলেন ৩৮ বলে ৭টি চার ও ১১টি ছয় মেরে ১০১ রান করে। ততক্ষণে যশস্বীর সঙ্গে ওপেনিং জুটিতে ৭১ বলে ১৬৬ রান যোগ করে ফেলেছেন।
পিছিয়ে রইলেন না যশস্বীও। বৈভব আউট হওয়ার পর, দলকে জয় এনে দেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৪০ বলে ৭০ করে। রিয়ান পরাগ ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ২৫ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান।
আরও পড়ুন-উত্তেজনা বাড়ানো ঠিক হবে না, সম্পর্কে স্থিতি ফেরাতে হবে
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে, শুরু থেকেই দ্রত গতিতে রান তোলার চেষ্টা করছিলেন গুজরাটের দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন। ছ’ওভারেই স্কোরবোর্ডে পঞ্চাশ রান উঠে গিয়েছিল। দু’জনের মধ্যে শুভমন ছিলেন বেশি আগ্রাসী মেজাজে। ২৯ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সুদর্শনকে আউট করে এই জুটি ভাঙেন মহেশ থিকসানা। ততক্ষণে অবশ্য ৬২ বলে ৯৩ রান উঠে গিয়েছিল। সুদর্শনের অবদান ৩০ বলে ৩৯ রান।
তবে ক্রিজে এসেই ঝড় তোলেন জস বাটলার। পাল্লা দিয়ে রান তুলছিলেন শুভমনও। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে তিনিও ৫০ বলে ৮৪ করে থিকসানার দ্বিতীয় শিকার হন। এরপর ওয়াশিংটন সুন্দর (১৩) ও রাহুল তেওয়াটিয়া (৯) আউট হলেও গুজরাটের রানকে দুশোর গণ্ডি পার করিয়ে দেন বাটলার। তিনি ২৬ বলে ৫০ করে অপরাজিত থেকে যান।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…