সঞ্জু, প্রসিধের দাপটে বড় জয় রাজস্থানের

Must read

পুণে, ২৯ মার্চ : বড় জয় দিয়ে আইপিএলে অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) । প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহালের বোলিং, অধিনায়ক সঞ্জু স্যামসন, দেবদূত পারিক্কলের ব্যাটিং দাপটে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সহজ জয় পেল রাজস্থান। সানরাইজার্স হায়দরাবাদকে সঞ্জুরা হারালেন ৬১ রানে। রাজস্থানের ২১০ রানের বিশাল স্কোরের জবাবে হায়দরাবাদ থামল ১৪৯ রানে। প্রাক্তন নাইট পেসার প্রসিধ কৃষ্ণ হায়দরাবাদ ইনিংসের শুরুতে যে ধাক্কা দিলেন, তা থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি কমলা ব্রিগেড। শেষদিকে আইদেন মার্করাম (৫৭) ও ওয়াশিংটন সুন্দর (৪০) চেষ্টা করলেও তা ২১১ রানের লক্ষ্যে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না। চাহাল (৩ উইকেট), প্রসিধ (২ উইকেট), ট্রেন্ট বোল্টের (২ উইকেট) দাপটে হায়দরাবাদ ৬১ রান দূরে থেমে যায়।

আরও পড়ুন: বলের সিম নিয়ে নেটে অনেক খেটেছি : শামি

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যালসের (Rajasthan Royals) পাওয়ার হিটারদের সামনে তা যেন বুমেরাং হয়ে যায়। প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-তে জস বাটলার ও যশস্বী জয়সোয়ালের ওপেনিং জুটিতেই ওঠে ৫৮ রান। বাটলার (৩৫), যশস্বী (২০) ফেরার পর রাজস্থানের রানের গতি বজায় রাখেন অধিনায়ক সঞ্জু স্যামসন (৫৫) ও দেবদূত পারিক্কল (৪১)। দু’জনের বিস্ফোরক ব্যাটিংয়ের পর ডেথ ওভারে রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ঝোড়ো ৩২ রানের ইনিংস খেলেন সিমরন হেটমেয়ার। রাজস্থানের স্কোর দুশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন ক্যারিবিয়ান তারকা। হায়দরাবাদের হয়ে উমরান মালিক ও টি নটরাজনের ঝুলিতে দু’টি করে উইকেট।

Latest article