মুখ্যমন্ত্রীর প্রশংসাপত্রে আপ্লুত রাজদীপ

সর্বভারতীয় পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৭ পেয়ে গোটা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হুগলির কোন্নগরের ছেলে রাজদীপ বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, হুগলি: সর্বভারতীয় পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৭ পেয়ে গোটা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হুগলির কোন্নগরের (Konnagar) ছেলে রাজদীপ বন্দ্যোপাধ্যায়। ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়েছে সে। এত সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর থেকে বিশেষ প্রশংসাপত্রও পেয়েছে সে। রাজদীপ আগামীতে চিকিৎসক হতে চায়।

আরও পড়ুন-মে মাসেই বরফে ঢাকল সান্দাকফু

লিলুয়া এমসিকেবি স্কুলের পড়ুয়া রাজদীপ। সাফল্যের পুরো কৃতিত্বই সে মা ও বাবাকে দিতে চায়। পেশায় রেলের লোকো পাইলট বাবা জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেই সায়েন্স গ্রুপ পড়ত সে। মা পড়াতেন আর্টস গ্রুপ। রাজদীপ জানায়, পড়াশোনার পাশাপাশি গল্পের বই খুব পছন্দের। শেক্সপিয়র তার অন্যতম প্রিয় লেখক। তবে এসবের বাইরে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন জার্নাল পড়তেও তার ভাল লাগে।

Latest article