অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার (Election commissioner) পদের জন্য রাজীব সিনহার (Rajiv Sinha) নামে সিলমোহর দিল রাজভবন (Rajbhavan) । রাজভবন থেকে নির্বাচন কমিশনার হিসেবে এই প্রাক্তন মুখ্যসচিবের নামে অনুমোদন দেওয়া হয়েছে । বেশ কয়েকদিন ধরেই রাজ্য নির্বাচন কমিশনারের পদ ফাঁকা পড়ে রয়েছে। গত ২৮ মে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে ও তারপর থেকেই রাজ্য নির্বাচন কমিশনার পদটি ফাঁকা। সেই পদে বসবেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা।
আরও পড়ুন-পথ দেখাল বাংলা, মা ক্যান্টিনের আদলে উত্তরপ্রদেশে “দিদি ক্যাফে”, টুইট কুণাল ঘোষের
গত ২৩ মে পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে নবান্ন রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছিলেন, কেন রাজীব সিনহার নাম প্রস্তাব করা হচ্ছে? রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর ডব্লিউবিআইডিসির চেয়ারম্যান ছিলেন। পরে ডব্লিউবিআইআইডিসির চেয়ারম্যান পদে পাঠানো হয়। এখন তিনি সেই পদসামলাচ্ছেন। তবে এবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে তাঁকে।