খেলা

সৌরভের সাফাইয়ে অবাক রাজকুমার

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : যেভাবে বিরাট কোহলিকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল, তাতে রীতিমতো ক্ষুব্ধ তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। গোটা প্রক্রিয়াকে দুঃখজনক ঘটনা বলে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচকরা বিরাটের অপসারণের কোনও কারণ স্পষ্টভাবে দেখাতে পারেননি। তাই নির্বাচক কমিটি বা বোর্ড কেন এই সিদ্ধান্ত নিল, তা আমরা জানি না। গোটা বিষয়ের মধ্যে কোনও স্বচ্ছতা বা ব্যাখ্যা নেই।’’

আরও পড়ুন-পুরভোটের প্রচারে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে একঝাঁক টেলিতারকা

প্রসঙ্গত, রাজকুমারের কাছেই ক্রিকেটের প্রাথমিক পাঠ নিয়েছেন বিরাট। এখনও ছেলেবেলার কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন বিরাট। বিভিন্ন ক্রিকেটীয় টিপসও নেন। ক্ষুব্ধ রাজকুমার বলছেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিরাট ওয়ান ডে অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল।’’ একই সঙ্গে বিরাটের কোচ কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, বিরাটের অপসারণ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতি তাঁকে অবাক করেছে। এই প্রসঙ্গে রাজকুমারের বক্তব্য, ‘‘আমি বোর্ড প্রেসিডেন্টের বিবৃতিতে বিস্মিত। উনি বলেছেন, বোর্ড বিরাটকে টি-২০ নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আমি তেমন কোনও ঘটনা মনে করতে পারছি না। বরং এই ব্যাখ্যায় আমি প্রচণ্ড অবাক। আমার কাছে বরং অন্য খবর ছিল।’’

আরও পড়ুন-বিরাট টেস্ট নেতৃত্বও ছাড়তে পারে

তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আমি এখনও ওর সঙ্গে কথা বলে উঠতে পারিনি। ওর ফোন সুইচড অফ। আমার ধারণা, বিরাট নিজে থেকেই টি-২০ নেতৃত্ব ছেড়েছিল। তার পরেই নির্বাচকরা ওর সামনে দুটো বিকল্প রেখেছিলেন। এক— সাদা বলের দুটো ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ো। দুই—কোনও ফরম্যাটেই নেতৃত্ব ছেড়ো না।’’

এদিকে, বিরাট-বিতর্কে বার্তা ভেসে এসেছে ওয়াঘার ওপার থেকেও। প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া মনে করছেন, ওয়ান ডে নেতৃত্ব কেডে় নিয়ে বিসিসিআই কার্যত বিরাটকে অসম্মান করল। এই প্রসঙ্গে কানেরিয়া বলেন, ‘‘আমার তো মনে হচ্ছে, বিরাটকে প্রাপ্য সম্মান দেওয়া হল না। ওর নেতৃত্বে ভারত ৬৫টি ওয়ান ডে ম্যাচ জিতেছে। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সাফল্যের নিরিখে চতুর্থ। তাই বিরাটের আরও সম্মান পাওয়া উচিত ছিল।’’

আরও পড়ুন-ভােট হবে শান্তিতে বললেন নগরপাল

কানেরিয়া আরও বলেন, ‘‘হতে পারে বিরাট অধিনায়ক হিসেবে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। কিন্তু যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা এক কথায় অনবদ্য।’’

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

3 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

28 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago