অনুপম সাহা, দিনহাটা: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পঞ্চম বর্ষ দিনহাটা রাজবংশী উৎসবের সূচনা হল। সোমবার দু’দিন ব্যাপী উৎসবের সূচনায় এক শোভাযাত্রা বেরোয় দিনহাটা সংহতি ময়দান থেকে। তারপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা সংহতি ময়দানে ফিরে এসে ঠাকুর পঞ্চানন বর্মা ও বিশ্ব মহাবীর চিলারায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন-সেমিফাইনালের আগে মহাকাল মন্দিরে পুজো লক্ষ্মী-মনোজদের
এই অনুষ্ঠানে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, দিনহাটার পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী, দিনহাটা কলেজের অধ্যক্ষ আবদুল আওয়াল, উৎসব কমিটির সভাপতি বিবেকানন্দ সিং, সম্পাদক অশোক রায়, মহাদেব বর্মন, বিষ্ণুকুমার সরকার প্রমুখ। তারপর সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপশি মাঠে মাশান পুজোর উদ্বোধন করেন পার্থপ্রতিম রায়। উৎসব কমিটির সম্পাদক অশোক রায় বলেন, ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা-সহ রাজবংশী সমাজের ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি, খাওয়াদাওয়া দুদিনের অনুষ্ঠানে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন।