সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার জুলাইয়ের ৩১ তারিখ অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁর চাকরির মেয়াদ বাড়ল। মঙ্গলবার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে দিল্লির পুলিশ কমিশনার পদে আনা হলো রাকেশ আস্থানাকে।
আরও পড়ুন-মোদি সরকারের বিরুদ্ধে অবিজেপি দলগুলির ইস্যুভিত্তিক জোটের সলতে পাকাতে মমতা-সোনিয়া বৈঠক আজ
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুজরাট ক্যাডারের আইপিএস আস্থানাকে সিবিআইয়ে নিয়ে আসা হয়েছিল এনডিএ সরকার আসার পরেই। তবে সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সঙ্গে আস্থানার সংঘাত চূড়ান্ত আকার ধারণ করলে ২০১৮ সালে আস্থানাকে সিবিআইয়ের থেকে সরিয়ে বিমান পরিবহণের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে বিএসএফের ডিজিট পদে ছিলেন আইপিএস আধিকারিক রাকেশ আস্থানা।
আরও পড়ুন-লক্ষ্য ২০২৩: ১৬ অগাস্ট ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস!