রাখিবন্ধন, স্বরূপের উদ্যোগে ভিন্ন ছবি টলিপাড়ায়

লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে অন্য ছবি টলিপাড়ায়। শনিবার রাখিকে কেন্দ্র করে গিয়ে সৌভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধনে এক অন্য ছবি দেখা গেল টলিউডে

Must read

প্রতিবেদন : লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে অন্য ছবি টলিপাড়ায়। শনিবার রাখিকে কেন্দ্র করে গিয়ে সৌভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধনে এক অন্য ছবি দেখা গেল টলিউডে। একে অন্যের হাতে রাখি পরিয়ে দিলেন টলিপাড়ার শিল্পী থেকে টেকনিশিয়ানরা। শনিবার বিগত বছরের মতো এবারেও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে স্টুডিও পাড়ায় রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসবে শামিল হলেন বাংলা সিনেমা-সিরিয়াল জগতের অভিনেতা- অভিনেত্রী থেকে প্রযোজক, পরিচালক, কলাকুশলী প্রত্যেকেই। ফেডারেশনের দ্বিতীয় বছরের উদ্যোগে খুশি বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলেই। অভিনেতা- অভিনেত্রীরা হাসিমুখে রাখি পরিয়ে দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে। ফেডারেশন সভাপতি ছাড়াও এই আসরে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, দিগন্ত বাগচী, পারমিতা মুন্সি, গৌরব চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, নিশপাল সিং-সহ টলিউডের প্রায় পরিচিত মুখই। রাখি পরানোর পাশাপাশি চলল মিষ্টিখাওয়া ও ফটোসেশন পর্ব।

আরও পড়ুন-শেষ আটে ফাইভ স্টার মোহনবাগান

ফেডারেশন সভাপতি বলেন, এই মুহূর্তে বিনোদন জগতে যাঁরা লিড করছেন সেই সমস্ত চ্যানেলের প্রযোজক থেকে শুরু করে শিল্পীরা প্রত্যেকেই উৎসবে শামিল হয়েছেন, এটাই আনন্দের। আমরা সারা বছর এক সঙ্গে কাজ করি। কোনও সিরিয়াল ছয় মাস চলে, কোনটাও তার বেশি। কেউ কেউ শতাধিক এপিসোড পার করে যায়। দীর্ঘদিন ধরে যে কাজের জায়গায় দিনের অনেকটা সময় কাটাতে হয় সেখানে সৌভ্রাতৃত্ব সম্প্রীতির মেলবন্ধন না থাকলে কখনই সুন্দর সুশৃঙ্খল কাজের পরিবেশ তৈরি করা সম্ভব হত না। সভাপতি আরও বলেন, টেকনিশিয়ানদের বিশেষ করে মহিলা কর্মচারীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে সুরক্ষা বন্ধু। কাজ করতে করতে যদি কোনও মহিলা শিল্পীর রাত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাঁকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলাকুশলী এবং শিল্পীদের মধ্যে সমন্বয় সাধন করার পাশাপাশি প্রত্যেককে ভাল রাখার জন্য কাজ করে চলেছে এই সংস্থা। বাংলার অপমান নিয়েও মুখ খোলেন স্বরূপ। বলেন, বাংলা আমার মাতৃভাষা। যারা এই ভাষাকে হেনস্থা করছে তারা মাকে অপমান করছে। এদের কোনও ক্ষমা নেই।

Latest article